news

আওয়ামী লীগের পরিণতি শেষ পর্যন্ত কী হবে

পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের পরিণতি শেষ পর্যন্ত কী হবে? গত ৫ আগস্ট ছাত্র–জনতার বিপ্লবের পর শেখ হাসিনা সদলবল ভারতে পালিয়ে গেলে এই প্রশ্নের উদ্রেক হয়। আওয়ামী লীগের সবাই পালিয়ে গেলেও পেছনে রেখে গেছে এক রক্তাক্ত গণবিপ্লবের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস।

এই বিপ্লবে গণহত্যার দায় আওয়ামী লীগের। নির্দয়ভাবে গুলি করে বিপ্লবী ছাত্র–জনতাকে হত্যা করেছে আওয়ামী শাসকগোষ্ঠী। এই গণহত্যার দায় দল হিসেবে আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। গণহত্যা ও নির্মম দমন–পীড়নের কারণে স্বভাবতই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কি না। ফিরলেও স্বনামে ফিরতে পারবে কি না।

১৯৭৫ সালে বাকশালের পতনের পর জিয়াউর রহমানের সময় ১৯৭৯ সালে আওয়ামী লীগ স্বনামে ফিরে আসে। তখনো আওয়ামী লীগ ও বাকশালের সময় রক্ষীবাহিনী দিয়ে নির্বিচার সিভিলিয়ান হত্যা ও নির্যাতনের অভিযোগ ছিল। এখনো একই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে।

Back To Top